১ম প্রস্থাবঃঅদ্যকার সভায় ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জানান যে, ২০১৪-২০১৫ইং অর্থ বৎসরে টি/আর থেকে বরাদ্ধ পাওয়া যাবে। উপস্থিত সদস্যগন বিশদ আলোচনাক্রমে প্রকল্প তালিকা দাখিল করেন।
২য় প্রস্তাবঃ অদ্যকার সভায় ২০১৪-২০১৫ইং আর্থিক বৎসরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসুচী (এডিপি) প্রকল্প তালিকা ওয়ার্ড কমিটির সিদ্ধান্ত মোতাবেক সর্বসম্মতিক্রমে খাত ওয়ারী দাখিল করা হয়।
৩য় প্রস্তাবঃঅদ্যকার সভায় ২০১৪-২০১৫ইং অর্থ বৎসরের কাবিখা কর্মসুচীর আওতায় প্রকল্প তালিকা সর্বসম্মতিক্রমে দাখিল করা হয়।
৪র্থ প্রস্থাবঃঅতি দরিদ্র কর্মসুচীঃ অদ্যকার সভায় ২০১৪-২০১৫ইঙ অর্থ বছরের অত্র ইউনিয়ন অতি দরিদ্র কর্মসুচীর কর্মসুচীর কর্মসংস্থান বাস্তাবায়নের জন্য প্রকল্প তালিকা সভার সিদ্ধান্তক্রমে প্রস্তাব গৃহীত হয়।
৫ম প্রস্তাবঃঅদ্যকার সভায় চেয়ারম্যান সহেব উপস্থিত সকলকে জানন যে, ২০১৪-২০১৫ইং অর্থ বছরে এলজিএসপি প্রকল্প তালিকা দাখিল করার জন্য। উপস্থিত সদস্যগন বিশদ আলোচনাক্রমে সন ওয়ারি নিম্নে বর্ণিত প্রকল্প তালিকা সর্বসম্মতিক্রমে দাখিল করেন।
|
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS