বরাবর,
ভারপ্রাপ্ত কর্মকর্তা
গাজীপুর সদর, থানা।
বিষয়: অভিযোগের আপোষ মিমাংসা নামা প্রসঙ্গে।
বাদীনী: ১। মোসা: হেনা আক্তার স্বামী: মো: মোশারফ হোসেন সাং শ্যামেরকোনা ইউ:কামারচাক উপ:রাজনগর, মৌলভীবাজার। | বিবাদী: ১।মো: জহিরম্নল ইসলাম পিতা: মো: আনোয়ার হোসেন ২। মোসা: জরিনা বেগম স্বামী: আনোয়ার হোসেন আনু ৩। আনোয়ার হোসেন আনু পিতামৃত: দুধু মিয়া সর্বসাং শ্যামেরকোনা ইউ:কামারচাক উপ:রাজনগর, মৌলভীবাজার। |
যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, বিগত ১৩/১১/২০১২ ইং তারিখে আপনার থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে । যাহার নং কপিটি হোতাপাড়া ফাঁড়ি ইনচার্জ এ এস আই আজাদ সাহেব এর নিকট তদমত্ম করার জন্য দেওয়া হয়েছে । এ এস আই আজাদ সাহেব সরজমিনে তদমত্ম করার জন্য আসেন। এলাকার গন্যমান্য হিতোষীসহ
জনাব, মো: নজরম্নল ইসলাম সমাজ সেবক , জনাব, মো: আফসার উদ্দিন
৫। জনাব, মো: ছানোয়ার রহমান এবং এলাকার গন্যমান্য হিতোষী সকলে মিলে অভিযোগটি আপোষ মিমাংসা প্রসত্মাব করেন। এতে উভয় পÿদয় সম্মতি জ্ঞাপন করেন । এক পর্যায়ে আলোচনা করে দেখা গেল যে, উভয় পÿআপন আত্নীয় । পরিশেয়ে অভিযোগ টি আপোষ মিমাংসা করা হয়েছে ।
অতএব, হুজুরের নিকট আপোষ মিমাংসা প্রেরণ করা হইল ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস